দেশের মুল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। প্রায় ৫০০ বছর আগে বসতি গড়ে এই দ্বীপে। নিত্যপ্র?য়োজনীয় কাজে এখানকার হাজারো মানুষকে কুতুবদিয়া-মগনামা ঘাট পার হয়ে ছুটতে হয় কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায়। এই ঘাট পারাপারে ইজারার নামে চলছে নৈরাজ্য। সাধারণ মানুষ প্রতিবাদ করলেই পড়েন রোষানলে। সংবাদ কর্মীরা নিউজ করলে দেওয়া হয় হুমকি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঘাটে নৈরাজ্য দূর করতে শুরু হয় ছাত্র আন্দোলন। এই দাবিতে ঘেরাও করা হয় ইউএনও অফিস। এরপরও সুরহা মেলেনি। সবশেষ গত রবিবার কক্সবাজার ঘুনগাছ তলায় কুতুবদিয়ার কয়েকশ ছাত্র-জনতা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন। পরে আন্দোলনকারীরা অবস্থান নেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাশ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়া আফরোজের সঙ্গে বৈঠকে অংশ নেন ছাত্র প্রতিনিধিরা। বৈঠকের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অস্থায়ীভাবে ডেনিস বোট ভাড়া ৩০ টাকা, স্পিড বোট ৮০ টাকা নির্ধারণ করা হয়। সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত বোট চলবে প্রতি ৩০ মিনিট পরপর- উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে জেলা প্রশাসক। এরপরও বোট ছাড়া হচ্ছে ১ ঘণ্টা ১৫ মিনিট পর। বহন করা হয় অতিরিক্ত যাত্রী। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা স্থানীয়দের।