কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মৌটুপি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ইকবাল (২৯) নামে একজন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছেন। ইকবাল মৌটুপি গ্রামের সরকার বংশের ধন মিয়ার ছেলে।
জানা যায়, পূর্বশত্রুতার জেরে শুক্রবার দুপুরে মৌটুপি গ্রামের কর্তাবাড়ি বংশ ও সরকারবাড়ি বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কর্তাবাড়ির নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক। সরকারবাড়ির নেতৃত্ব ছিলেন বর্তমান চেয়ারম্যান সাফায়েত উল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। সরকারবাড়ির ইকবাল প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। সরকারবাড়ির লোকজনের দাবি, একটি মামলায় তাদের কয়েকজন হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের উত্তেজনার মধ্যে সংঘর্ষ বাধে।বর্তমান ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ বলেন, গত ১৮ জুন সংঘর্ষে কর্তাবাড়ির নাদিম নিহত হলে তাদের বংশের লোকজন আমাদের শতাধিক বাড়িঘর ভাঙচুর লুটপাট করে। ওসি হাসমত উল্লাহ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।