কক্সবাজারের টেকনাফে জি-৩ রাইফেল, গুলিসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। টেকনাফ উপজেলার মুন্ডারডেইল এলাকায় গতকাল ভোররাতে এ অভিযান চালানো হয়। আটক মো. শহিদ (৩৭) ওই এলাকার সৈয়দ আহমদের ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক বলেন, সাবরাংয়ে মিয়ানমার সীমান্তে সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী চক্রের সক্রিয় থাকার তথ্য ছিল কোস্টগার্ডের কাছে। অস্ত্রের একটি চালান এক বাড়িতে রাখার খবর পায় কোস্টগার্ড।