রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। উপজেলার চৌরাস্তা মোড় থেকে শুক্রবার রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয় তাদের। বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দীন।
ওসি জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া বাদী হয়ে খোন্দকার মশিউল আজম চুন্নুসহ ১৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। চুন্নু এবং তার দুই সহযোগী রুবেল ও কামরুজ্জামানকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।