কিশোরগঞ্জের করিমগঞ্জে হুমায়ুন (২০) নামে এক চালকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। করিমগঞ্জ উপজেলার বাদে শ্রীরামপুর গ্রামের একটি বাগানে গতকাল তার লাশ পাওয়া যায়। হুমায়ুন করিমগঞ্জের পূর্ব চরকরণশি গ্রামের ওসমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে রোগী আনার কথা বলে অজ্ঞাত একজন কিশোরগঞ্জ শহরের পুরানথানা থেকে হুমায়ুনের অটোরিকশা ভাড়া নিয়ে করিমগঞ্জের জঙ্গলবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে হুমায়ুন তার ফুফাতো ভাই শামীমকে ফোন করে দেওয়ানগঞ্জ বাজারের কাছে থাকতে বলেন। দেওয়ানগঞ্জ বাজরের কাছে গিয়ে শামীমকে অটোতে উঠতে বললে অজ্ঞাত যাত্রী তাকে বলেন, রোগী ও রোগীর সঙ্গে বেশি লোক থাকায় আর কাউকে নেওয়া যাবে না। শামীমকে ছাড়াই অটো নিয়ে যান হুমায়ুন। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর বন্ধ পাওয়া যায় মোবাইল ফোন। বাদে শ্রীরামপুর গ্রামের বাগানে গতকাল তার হাত-পা ও মুখ বাঁধা লাশ পাওয়া যায়। ওসি শাহাব উদ্দিন জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।