সিরাজগঞ্জে অপহরণের পর হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি নাহিদ শেখকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে র্যাব-১২ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নাহিদ শেখ সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লাহর ফরিদ শেখের ছেলে। র্যাব-১২ কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ জানান, ২০১৬ সালের ২৫ জুন শহরের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম শেখ নিখোঁজ হন। পর দিন উল্লাপাড়া থানা পুলিশ বড়হর দক্ষিণ পাড়া থেকে তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় শামীমের বাবা শামসুল হক বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নাহিদ শেখসহ আরও তিনজনকে আমৃত্যু কারাদ প্রদান করেন।