চট্টগ্রামের ফটিকছড়ি ও লোহাগাড়ায় পানিতে ডুবে মুহাম্মদ সাফওয়া ও রক্তিম রুদ্র নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরের দিকে পুকুরের ও বালতির পানিতে ডুবে তারা মারা যায়। সাফওয়ার বয়স দেড় বছর। সে ফটিকছড়ির বখতপুর ইউনিয়নের প্রবাসী সাইফুল ইসলামের ছেলে। রক্তিমের বয়স ১০ বছর। সে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের রুপন রুদ্রর সন্তান।
ফটিকছড়ির ধর্মপুর ইউপি সদস্য ফারুক উল আজম জানান, বখতপুর থেকে মায়ের সঙ্গে আজাদী বাজারের ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল সাফওয়া। দুপুরে সে বাড়িতে খেলছিল। কিছুক্ষণ পর গোসল করানোর জন্য তাকে ডাকাডাকি করে না পেয়ে সবাই খুঁজতে থাকে। পরে বাথরুমে পানিভর্তি বালতির মধ্যে তার লাশ পাওয়া যায়। লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুনাইদ চৌধুরী জানান, দুপুর ১২টার দিকে পরিবারের অগোচরে বাড়ির বাইরে যায় রক্তিম। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে পানিতে ডুবে গতকাল দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ধীতপুর গ্রামের আক্কেল আলীর ছেলে ইনসাফ আলী (৪) ও তার ছোট ভাই আশরাফ আলীর সাড়ে তিন বছরের ছেলে আদিল বাড়ির পাশে খেলছিল। পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির কাছে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দুপুর ১টার দিকে তাদের লাশ ভেসে ওঠে।