যশোরের ঝিকরগাছায় জমির ভিতর দিয়ে জোর করে সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক আবদুল হক ও তার ছেলে তরিকুল ইসলাম আহত হয়েছেন। প্রতিবেশী মোমিনুর রহমানসহ কয়েকজন এ হামলায় জড়িত দাবি ভুক্তভোগীদের। মোমিনুর রহমানের মোবাইল ফোনে কল করলে তিনি কথা বলতে রাজি হননি। ওসি ইব্রাহিম আলী বলেন, তার ছেলে তরিকুল বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।