বন্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ১২টি ইউনিয়নের রাস্তাঘাট, বাড়িঘর, মাছের ঘেরসহ রোপা আমন ফসল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে পাহাড়ি ঢল আর ভারী বর্ষণ না থাকায় ক্রমেই উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে। জেগে উঠছে বিধ্বস্ত ফসলি জমি। এর সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, আমন ধানের জমি নষ্ট হয়ে ১৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে কৃষকের। আমরা চেষ্টা করব সরকারি পুনর্বাসন দিয়ে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। সামনের মৌসুমে সরিষা ও অন্যান্য ফসল আবাদ করানোর ব্যবস্থা করানো হবে। আর সবজি চাষিদের জন্য আগাম জাতের বীজ প্রদানের ব্যবস্থা করা হবে।
ইউএনও মো. এরশাদুল আহমেদ বলেন, উপজেলার ১২টি ইউনিয়নের রোপা আমনের কৃষি জমি চলতি বন্যায় নিমজ্জিত ও কিছু স্থানে অর্ধ নিমজ্জিত হয়েছে। ফলে এসব এলাকার কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কর্তৃপক্ষের কাছে ক্ষতির পরিমাণ উল্লেখ করে প্রতিবেদন পাঠাবেন। যদি সরকারি সহযোগিতা আসে, তাহলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বণ্টন করা হবে।