নার্সদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে নোয়াখালীতে আজো মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নার্সিং শিক্ষার্থী ছাড়াও হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সগণ অংশগ্রহণ করেন। এ কর্মসূচি চলাকালে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সেবা ব্যাহত হয়।
এ সময় সমাবেশে বক্তাগণ নার্সিং পেশা ও নার্সদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করে তাদের স্থলে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি জানান। সমাবেশ থেকে নার্সগণ তাদের দাবি মেনে না নেওয়া হলে আগামীতে কর্মবিরতিসহ লাগাতার কর্মসূচি ঘোষণার হুমকি দেন।
এ সময় নোয়াখালী নার্সিং সমন্বয় পরিষদের নেতা আব্দুল্লাহ ফারুক, শিরিন আক্তারসহ নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ