সিংহ মামার বিয়ে হবে
তাই এতো শোরগোল,
দুষ্টু বানর গাছের ডালে
খায় খুশিতে দোল।
হনুমানে বাটনা বাটনে
শিয়াল বিছায় পাত,
মাংস খেয়ে চিতা কনে
ভাঙলো বুঝি দাঁত।
ভালুক ভায়া ঢোলক বাজায়
ময়ূর নেচে যায়,
বনের যতো পশু পাখি
কোর্মা পোলাও খায়।
সিংহ মামার বিয়ে হবে
তাই এতো শোরগোল,
দুষ্টু বানর গাছের ডালে
খায় খুশিতে দোল।
হনুমানে বাটনা বাটনে
শিয়াল বিছায় পাত,
মাংস খেয়ে চিতা কনে
ভাঙলো বুঝি দাঁত।
ভালুক ভায়া ঢোলক বাজায়
ময়ূর নেচে যায়,
বনের যতো পশু পাখি
কোর্মা পোলাও খায়।