তালের গাছে বাবুই পাখি
আপন বাসায় দোলে,
সন্ধ্যা হলে প্রদীপ জ্বেলে
আপন বাসা খোলে।
আপন হাতে বোনে বাসা
নিখুঁত কারিগর,
এমন বাসা বানায় তারা
ভাঙেনা এলেও ঝড়।
শীতের দিনে এসির মতো
শীত ঢোকেনা ঘরে,
শীতের দিনে আপন বাসায়
থাকে আরাম করে।
তালের গাছে বাবুই পাখি
আপন বাসায় দোলে,
সন্ধ্যা হলে প্রদীপ জ্বেলে
আপন বাসা খোলে।
আপন হাতে বোনে বাসা
নিখুঁত কারিগর,
এমন বাসা বানায় তারা
ভাঙেনা এলেও ঝড়।
শীতের দিনে এসির মতো
শীত ঢোকেনা ঘরে,
শীতের দিনে আপন বাসায়
থাকে আরাম করে।
৪ ঘণ্টা আগে | রাজনীতি
৫ ঘণ্টা আগে | রাজনীতি