পুরান ঢাকায় আছে রে ভাই
টমটম আর ঘোড়ার গাড়ি
নবাবপুরের নবাব বাড়ি
দেখবা? আহো তাড়াতাড়ি
লালবাগ-আর ঢাকেশ্বরী
পাশেই আছে আমগো বাড়ি
কেল্লা দেখতে পাইবা
তেহারি আর বিরিয়ানি
সুতি কাবাব খাইবা
জল্লি বি কও আইবা?
বাহান্ন বাজার তেপান্ন গলি
ভিড় ঝঞ্ঝাট ঠেলাঠেলি
কাসিদা গান আর কাওয়ালি
ঢাকাইয়া জৌলুস
সুগন্ধি পান খায়া দোস্ত
হারায়োনা হুঁশ
রাজধানী এই ঢাকার আছে
ঐতিহ্য বেশ
ঈদ বড়োদিন পূজা লিয়া
স্বাধীন বাংলাদেশ
রূপের বি নাই শেষ।