ঘুম আসে না। ঘুম আসে না।
কোথায় পাব ঘুম?
রাত্রি তখন দুইটা বাজে
চারদিকে নিঝঝুম।
দূরে কোথাও পাহারাদার
হাঁক দিয়ে যায় হাঁক।
হয়তো কোথাও কা-কা ডাকে
না ঘুমানো কাক।
হয়তো কোনো পরীক্ষার্থী
পড়ছে ইতিহাস।
আমি শুধু আমায় ভেবে
এই পাশ ঐ পাশ।
রাত বাড়ছে ঘুম আসে না
কেউ জেগে নেই কেউ
গলির মুখে একটা কুকুর
ডাকছে ঘেউ ঘেউ।
কুকুরের ডাক অলুক্ষুণে
কুকুর যখন ডাকে
মধ্যরাতে তখন আমার
মনে পড়ে মাকে।