খাঁচার কাছে ইঁদুর এসে
ঢুকতে যে চট করে,
দরজা হয় বন্ধ তখন
খট্টস করে জোরে।
হুলো বিড়াল শব্দ পেয়ে
লাফ দিয়ে হয় হাজির,
ইঁদুর ভয়ে খাঁচার কোণে
কাঁপতে থাকে ঝিরঝির।
রুমের মালিক কৌশল করে
জলদি করে ধরে,
বিড়ালের সামনে দিতেই
কামড়ায় মজা করে।
লাফালাফি করব না আর
ইঁদুর কয় আর কান্দে,
বাহাদুরি করে বেশি
পড়ে গেছি ফাঁন্দে!