এবার বিতর্কিত কর্মকাণ্ড করে ছাড় পাবেন না মন্ত্রী-এমপিরা। বিতর্কিতদের ব্যাপারে কঠোর হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতবারের তিক্ত অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে আগে থেকেই সবাইকে সতর্ক করছেন। এ সতর্কতা সত্ত্বেও কোনো মন্ত্রী দুর্নীতি কিংবা বিতর্কে জড়ালে ভাগ্যবিড়ম্বনার শিকার হতে পারেন। মন্ত্রী-এমপিদের অগি্নপরীক্ষা দিয়েই পথ হাঁটতে হবে। ২০০৯-১৩ মেয়াদের মন্ত্রীরা যে রকম বিতর্কিত কর্মকাণ্ড ও মন্ত্রণালয় পরিচালনায় অদক্ষতা দেখিয়েও পাঁচ বছর স্বাচ্ছন্দ্যে কাটিয়েছেন এবার হবে তার ব্যতিক্রম। বিতর্কে জড়ালে কোনোভাবেই মন্ত্রিসভায় থাকার সুযোগ পাবেন না। এমনকি পরবর্তীতে দলীয় মনোনয়নের সুযোগও হারাতে পারেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং ত্যাগী, প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে যেমন গ্রহণযোগ্য মন্ত্রিসভা দিয়েছেন তেমনি এবার কেউ ভুল করলে কিংবা বিতর্কে জড়ালে তাকে সরিয়ে দিতেও দ্বিধা করবেন না। এমনকি অদক্ষতার কারণে স্থবিরতা এলে মন্ত্রিসভায় যে কোনো মুহূর্তে রদবদলও আসতে পারে। ফলে রীতিমতো পুলসিরাতের রাস্তা অতিক্রম করছেন মন্ত্রী-এমপিরা। প্রধানমন্ত্রীর দায়িত্বশীল একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে। ২০০৯-১৩ মেয়াদের সরকার আমলে বহুল আলোচিত পদ্মা সেতু কেলেঙ্কারি, রেলমন্ত্রীর অর্থ কেলেঙ্কারি, শেয়ারবাজার কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, শীর্ষ সন্ত্রাসীদের জামিন লাভসহ সরকারি নিয়োগের ক্ষেত্রে একাধিক মন্ত্রীর নানা অনিয়ম ও কেলেঙ্কারির ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না প্রধানমন্ত্রী। এবারের মন্ত্রিসভার স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি তার অনুসন্ধানী চোখ রাখছেন মন্ত্রীদের ওপর। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকগুলোতেও তিনি ইঙ্গিত দিয়েছেন। মন্ত্রীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততাকে অগ্রাধিকার দিয়েই প্রধানমন্ত্রী এবার তার সরকার পরিচালনা করতে চান। সেভাবেই তিনি তার নিজস্ব পরিকল্পনায় অগ্রসর হচ্ছেন। দলের সিনিয়র নেতাদের সঙ্গে একান্ত বৈঠকেও প্রধানমন্ত্রী এমনই ইঙ্গিত দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের আভাস। সূত্র মতে, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কার্যক্রম প্রতি তিন মাস পর পর্যালোচনা করে দেখবেন। এ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনও পর্যালোচনা করবেন তিনি। এরই মধ্যে যেসব মন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় দলীয় সংবর্ধনার নামে বিতর্কে জড়িয়েছেন তাদের সতর্ক করেছেন। প্রধানমন্ত্রী এবার বিতর্কিত ও অদক্ষ মন্ত্রীদের রক্ষার দায়িত্ব না নিয়ে প্রয়োজনে মন্ত্রিসভা রদবদলের মানসিক প্রস্তুতি রাখবেন। কোনো মন্ত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলে বিতর্কিত মন্ত্রীর পরিবর্তে নতুন মুখ খুঁজবেন বলেও দায়িত্বশীল ওই সূত্রটি আভাস দিয়েছে।
শিরোনাম
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
বিতর্কিত কর্মকাণ্ডে ছাড় পাবেন না মন্ত্রী-এমপিরা
সবাইকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী
শাবান মাহমুদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর