এবার বিতর্কিত কর্মকাণ্ড করে ছাড় পাবেন না মন্ত্রী-এমপিরা। বিতর্কিতদের ব্যাপারে কঠোর হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতবারের তিক্ত অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে আগে থেকেই সবাইকে সতর্ক করছেন। এ সতর্কতা সত্ত্বেও কোনো মন্ত্রী দুর্নীতি কিংবা বিতর্কে জড়ালে ভাগ্যবিড়ম্বনার শিকার হতে পারেন। মন্ত্রী-এমপিদের অগি্নপরীক্ষা দিয়েই পথ হাঁটতে হবে। ২০০৯-১৩ মেয়াদের মন্ত্রীরা যে রকম বিতর্কিত কর্মকাণ্ড ও মন্ত্রণালয় পরিচালনায় অদক্ষতা দেখিয়েও পাঁচ বছর স্বাচ্ছন্দ্যে কাটিয়েছেন এবার হবে তার ব্যতিক্রম। বিতর্কে জড়ালে কোনোভাবেই মন্ত্রিসভায় থাকার সুযোগ পাবেন না। এমনকি পরবর্তীতে দলীয় মনোনয়নের সুযোগও হারাতে পারেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং ত্যাগী, প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে যেমন গ্রহণযোগ্য মন্ত্রিসভা দিয়েছেন তেমনি এবার কেউ ভুল করলে কিংবা বিতর্কে জড়ালে তাকে সরিয়ে দিতেও দ্বিধা করবেন না। এমনকি অদক্ষতার কারণে স্থবিরতা এলে মন্ত্রিসভায় যে কোনো মুহূর্তে রদবদলও আসতে পারে। ফলে রীতিমতো পুলসিরাতের রাস্তা অতিক্রম করছেন মন্ত্রী-এমপিরা। প্রধানমন্ত্রীর দায়িত্বশীল একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে। ২০০৯-১৩ মেয়াদের সরকার আমলে বহুল আলোচিত পদ্মা সেতু কেলেঙ্কারি, রেলমন্ত্রীর অর্থ কেলেঙ্কারি, শেয়ারবাজার কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, শীর্ষ সন্ত্রাসীদের জামিন লাভসহ সরকারি নিয়োগের ক্ষেত্রে একাধিক মন্ত্রীর নানা অনিয়ম ও কেলেঙ্কারির ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না প্রধানমন্ত্রী। এবারের মন্ত্রিসভার স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি তার অনুসন্ধানী চোখ রাখছেন মন্ত্রীদের ওপর। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকগুলোতেও তিনি ইঙ্গিত দিয়েছেন। মন্ত্রীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততাকে অগ্রাধিকার দিয়েই প্রধানমন্ত্রী এবার তার সরকার পরিচালনা করতে চান। সেভাবেই তিনি তার নিজস্ব পরিকল্পনায় অগ্রসর হচ্ছেন। দলের সিনিয়র নেতাদের সঙ্গে একান্ত বৈঠকেও প্রধানমন্ত্রী এমনই ইঙ্গিত দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের আভাস। সূত্র মতে, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কার্যক্রম প্রতি তিন মাস পর পর্যালোচনা করে দেখবেন। এ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনও পর্যালোচনা করবেন তিনি। এরই মধ্যে যেসব মন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় দলীয় সংবর্ধনার নামে বিতর্কে জড়িয়েছেন তাদের সতর্ক করেছেন। প্রধানমন্ত্রী এবার বিতর্কিত ও অদক্ষ মন্ত্রীদের রক্ষার দায়িত্ব না নিয়ে প্রয়োজনে মন্ত্রিসভা রদবদলের মানসিক প্রস্তুতি রাখবেন। কোনো মন্ত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলে বিতর্কিত মন্ত্রীর পরিবর্তে নতুন মুখ খুঁজবেন বলেও দায়িত্বশীল ওই সূত্রটি আভাস দিয়েছে।
শিরোনাম
- ওমান সাগরে বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করলো ইরান
- ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরাল ইসি
- চ্যালেঞ্জেও রপ্তানিতে আশা
- ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি
- তিন দিনে ৪৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
- দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের সম্ভাবনা
- দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব খালেদ রহীম
- উন্নয়নশীল হলে রপ্তানিতে চাপ বাড়বে, প্রস্তুত নয় সিমেন্টশিল্প
- নতুন চুক্তিতে ইন্দোনেশীয় পণ্যে শুল্কহার কমালেন ট্রাম্প
- ইলেকট্রনিক পণ্যের রপ্তানি বাড়াতে নীতির ধারাবাহিকতা জরুরি
- অলিখিত ফাইনালে আজ কে হাসবে শেষ হাসি?
- লজ্জার হারের পর কিংবদন্তিদের নিয়ে জরুরি সভা উইন্ডিজের
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে গ্রুপ চ্যাটে হবে ভিন্ন অভিজ্ঞতা
- ঢামেক হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু
- নির্বাচন : প্রস্তুতি সম্পন্নের নির্দেশ ও বাস্তবতা
- ফের ৬ উইকেট নিয়ে কিংবদন্তিদের পাশে ভনের ছেলে
- রপ্তানিতে ঋণ খরচ কমাতে সুদহারে প্রণোদনা দরকার
- শুল্ক অনিশ্চয়তায় আতঙ্কে ১০ লাখ পোশাক শ্রমিক
- স্পেনে তীব্র দাবদাহ, দুই মাসে ১১৮০ জনের প্রাণহানি
- ট্রেবলজয়ী কোচ এখন রোনালদোদের গুরু
বিতর্কিত কর্মকাণ্ডে ছাড় পাবেন না মন্ত্রী-এমপিরা
সবাইকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী
শাবান মাহমুদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর