বিশ্বজুড়ে বাজছে ‘আজ কি রাত’। এ মুহূর্তে সমাজমাধ্যমেও রাজত্ব করছে গানটি। ‘আজ কি রাত’, সবুজ পোশাকে ঈষৎ মেদবহুল শরীরে হিল্লোল তুলে নাচছেন তামান্না ভাটিয়া। দুই বছর ধরেই তামান্নার নাচে মজে রয়েছে নেটদুনিয়া। নতুন নাচেরও প্রশংসা করছেন নেটাগরিক। এ মুহূর্তে ভারতের ইউটিউবে প্রথম স্থানে রয়েছে ‘স্ত্রী ২’ ছবির এ গান। প্রকাশের দুই দিনের মাথায় এ গানের ভিউ ছাড়ায় ১৩০ মিলিয়ন। দর্শক-শ্রোতা সবচেয়ে বেশি বাজাচ্ছেন এ গান। মূলত এ আইটেম গানে তামান্নার শরীরের ভাঁজে ভাঁজে কাঁপন তোলা নাচের ঝড়ে এখন কাবু দর্শক। নাচের প্রতি মুদ্রায় যেন সবার বুকের বা পাশটা তামান্নাকে একান্তে পাওয়ার জন্য কুকরিয়ে ওঠে। দর্শকরা বলছেন এমনতিইে আবেদন মিশে আছে তামান্নার চোখে মুখে আর দেহের অন্দর-বাহিরে। আর এ নাচ দিয়ে একেবারেই দর্শকদের মাথা ঘুরিয়ে দিয়েছেন তিনি। দর্শকদের কথায় অনেক দিন পর বুঁদ হয়ে থাকার মতো একটি গান পেলাম আর গানটি জীবন্ত হয়ে আবেদন ছড়ানোর পুরো কৃতিত্ব তামান্না ভাটিয়ার। মানে ‘আজ কী রাত’ গানে পুরোই বাজিমাত করে দিলেন তামান্না।