বলিপাড়ার অন্যতম আলোচিত জুটি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। সম্প্রতি ১২ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন এ তারকা দম্পতি।
এরই মাঝে মুম্বাই বিমানবন্দরের সামনে দুই ছেলে তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খানকে নিয়ে ফ্রেমবন্দি হন তারা। তবে এর মাঝে সাইফ বিমানবন্দরের সামনে যে ঘটনা ঘটালেন তা দেখে হতবাক সবাই।
এমনিতে কারিনাকে নিয়ে খুবই সংরক্ষণশীল নায়ক। কিন্তু বিমানবন্দরে যে নিজের বউকেই চিনতে পারবেন না তিনি সেটা কেউ আশা করেননি। আসলে সে দিন কারিনার পরনে ছিল কুর্তা তার উপর লাল রঙের একটি জ্যাকেট।
ঠিক হুবহু একটি লাল জ্যাকেট পরেছিলেন বিমানবন্দরেরই একজন মহিলা কর্মী। তার সঙ্গেই করিনাকে গুলিয়ে ফেলেন সাইফ। বউ ভেবে জড়িয়ে ধরতে যান। সেই মুহূর্ত চোখ এড়ায়নি পাপারাজ্জিদের। সঙ্গে সঙ্গে তা ফ্রেমবন্দি করেন তারা। নিজের ভুল বুঝে সাইফও হেসে ফেলেছিলেন।
বিডি প্রতিদিন/আশিক