ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে তল্লাশিচৌকি বসানো হয়েছে। সেখান দিয়ে বাইরের যানবাহন প্রবেশ সীমিত করা হয়েছে। এতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন পলাশী মোড়ে নিরাপত্তা ও নজরদারি বক্স উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর শুক্রবার থেকেই ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে চলাচল সীমিত করার সিদ্ধান্ত কার্যকর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে খোলা রাখা হয়েছে বকশীবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং হয়ে পলাশী দিয়ে বের হওয়ার রাস্তাটি।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগের ফলে জরুরি পরিবহন, রোগী, বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া কেউ গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারছেন না। ফলে যেখানে শুক্রবারে বহিরাগত যানবাহনের কারণে ক্যাম্পাসে যানজট এবং অতিরিক্ত যানবাহনের কারণে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হতো সেটি অনেকাংশে লাঘব হয়েছে বলে মন্তব্য শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন তারা।
তবে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় ঘুরতে গিয়ে যানজটে আটকা পড়েন অনেকে। ওই এলাকায় কাজে গিয়েও অনেককে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে।
ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিদের সংগঠন ক্যাম্পাস প্যাট্রোলের একজন শিক্ষার্থী খালেদ হাসান বলেন, এখানে সকল শিক্ষার্থী চায় শিক্ষার উপযুক্ত পরিবেশ। অনিরাপদ ভারী যানবাহন, সোহরাওয়ার্দী উদ্যানগেট থেকে মানুষের অবাধ চলাচলসহ শিক্ষার্থীদের নিরাপত্তার হুমকি রোধ করতে নিয়মিত আন্দোলন করে গেছি গত দু’মাস ধরে। অবস্থান কর্মসূচি করেছি কয়েকবার।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখার জন্য শিক্ষার্থীদের চাওয়ার প্রেক্ষিতেই ছুটির দিনে ক্যাম্পাসে চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দিন সম্ভব, এই সিদ্ধান্ত কার্যকর রাখার চেষ্টা করা হবে। ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে চলাচল সীমিত আছে। জরুরি পরিবহন, রোগী, বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ে কোনো অফিশিয়াল কাজে এলে অবশ্যই ক্যাম্পাসে ঢোকা যাবে।
এদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চালাবে বলেও জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
বিডি প্রতিদিন/নাজমুল