২৩ মার্চ, ২০১৭ ০৮:২২

সন্ত্রাসের কাছে হার মানবে না ব্রিটেন: টেরিজা মে

অনলাইন ডেস্ক

সন্ত্রাসের কাছে হার মানবে না ব্রিটেন: টেরিজা মে

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টর কাছে গুলি এবং ওয়েস্টমিনস্টার সেতুর কাছে সন্ত্রাসী হামলাকে অসুস্থ ও বিকৃতি রুচি অভিহিত করে নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে। ঘটনার পরপরই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে এক জরুরী বৈঠক শেষে ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। একই সঙ্গে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের মত মূল্যবোধ চর্চা করে বিশ্বের শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছে।
যারা এই মূল্যবোধ প্রত্যাখ্যান করেছে, তাদের কাছে ব্রিটিশ পার্লামেন্ট অবশ্যই একটি টার্গেটে পরিণত হয়েছে। কিন্তু সন্ত্রাসের কাছে ব্রিটেন হার মানবে না, প্রত্যয় ব্যক্ত করে টেরিজা মে বলেন, বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে সংসদের সভা বসবে। খবর বিবিসির।

ঘৃণা এবং অশুভ শক্তি ব্রিটেনকে বিভক্ত করতে পারবে না জানিয়ে টেরিজা মে বলেন, "স্বাভাবিকভাবে লন্ডনের বাসিন্দারা নিজেদের দৈনন্দিন কাজকর্ম সারবেন। এবং শহরে বেড়াতে আসা পর্যটকেরাও স্বাভাবিক নিয়মে যা করছিলেন, এবং যা তাদের পরিকল্পনায় ছিল, তাই করবেন।

প্রসঙ্গত, সংসদ ভবনের কাছে এবং ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর সন্ত্রাসী হামলায় ৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা, একজন হামলাকারী এবং দু'জন পথচারী রয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

বিডি-প্রতিদিন/২৩ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর