চার দিনের সফরে ভারতে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন। দুই দেশ আগামী দিনেও নানা ভবিষ্যৎ প্রকল্পে একে অপরের সহযোগিতা করবে, মুইজ্জুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এবার এমনটাই বার্তা দিলেন মোদি।
আর রাজধানী দিল্লিতে পৌঁছেই মুইজ্জু ঘোষণা দেন তার সরকার ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে দেবে না। মুইজ্জুর এমন ঘোষণা কেন? কারণ, মুইজ্জু ক্ষমতায় আসার পরে চীনের সঙ্গে মালদ্বীপের ঘনিষ্ঠতা বেড়েছে। আর তা নিয়ে ভারতের উদ্বেগ বেড়েছে। ক্ষমতায় আসার পরেই চীন সফরে যান মুইজ্জু। কিন্তু ভারতে যাননি। প্রথম বার তিনি ভারতে আসেন গত জুন মাসে, প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। ভারতে তার দ্বিপক্ষীয় সফর এই প্রথম। গত রবিবার বিকালে সস্ত্রীক দিল্লি বিমানবন্দরে পৌঁছান মুইজ্জু। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুইজ্জু বলেন, ‘ভারত মালদ্বীপের বন্ধু। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে।