বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিশ্ব বিজ্ঞান প্রতিযোগিতা

বাংলাদেশের আয়েশা আলো ছড়াল

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশের আয়েশা আলো ছড়াল

বৈশ্বিক বিজ্ঞান প্রতিযোগিতার অন্যতম আয়োজন ‘দ্য ব্রেকথ্রো জুনিয়র চ্যালেঞ্জে’ ১৭৬টি দেশ থেকে ১১ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এ আয়োজনে আর্থিক পৃষ্ঠপোষকতা করে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের চ্যান জাকারবার্গ ফাউন্ডেশন।

প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশি ছাত্রী আয়েশা আহমেদও। তিনি সংযুক্ত আরব আমিরাতে পড়াশোনা করছেন। প্রতিযোগিতায় সেমিফাইনালের জন্য ২৯ জনকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে আয়েশাও আছেন। ১৭ বছর বয়সী আয়েশা তার ভিডিওতে বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ স্ট্রিং থিওরি, বিভিন্ন গ্রাফিকস ও মজার বিষয় তুলে ধরেন। আয়েশা জিতলে পাবেন স্কলারশিপ। তার স্কুলে নতুন বিজ্ঞান ল্যাব তৈরি করে দেওয়া হবে। এ জন্য খরচ করা হবে এক লাখ ডলার। যে শিক্ষকের অনুপ্রেরণায় আয়েশা এতদূর এগিয়েছে তিনি পাবেন ৫০ হাজার ডলার। সূত্র : খালিজ টাইমস

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর