ইবি শিক্ষক সমিতির নির্বাচন, ২০১৪ অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি। নির্বাচনে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জামায়াতপন্থি শিক্ষক সংগঠন গ্রিন ফোরাম ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপিপন্থি শিক্ষক সংগঠন জিয়া পরিষদ এবং বাঙালি জাতীয়তাবাদ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম প্রতিদ্বন্দ্বিতা করবে।
নির্বাচন কমিশন সূত্র মতে গ্রিন ফোরাম ও জিয়া পরিষদ ঐক্যবদ্ধভাবে সভাপতি পদে প্রফেসর ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. ইকবাল হোছাইনকে প্রার্থী করে তাদের প্যানেল ঘোষণা করেছে। অন্যদিকে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম ঐক্যবদ্ধভাবে সভাপতি পদে প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. হারুনুর রশীদ আশকারীকে প্রার্থী ঘোষণা করেছে। এক বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।