৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে প্রাণ হারানো রাজধানীর আদাবর থানা শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক মো. মারুফ হোসেন বাচ্চুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আদাবর থানা শ্রমিক দলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আদাবর থানা শ্রমিক দল নেতা শ্রী বাদল বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, আজকে শেখ হাসিনা বিদায় নিয়েছে। কিন্তু শেখ হাসিনা বিদায় নিলেও এখন পর্যন্ত সব সমস্যার সমাধান হয় নাই। আজকে ঢাকা শহরে ডেঙ্গু সমস্যা বাড়ছে। দেখবে কে? সিটি কর্পোরেশন নাই। তারপরও বিএনপির উদ্যোগে মশা ধ্বংস সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু তা যথেষ্ট নয়।
তিনি আরও বলেন, এ সরকারকে বলব যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচিত সরকার আসলে এই সমস্যার সমাধান হবে। জিনিসপত্রের দাম কমে নাই, চাল-ডালের দাম কমে নাই। কাঁচা মরিচসহ সবকিছুর দাম বেশি। অর্থাৎ হাসিনা বিদায় হলেও সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। পরিবর্তন আনার জন্য একটা ব্যবস্থাপনা দরকার। যত দ্রুত সম্ভব সে ব্যবস্থাপনা আনা দরকার।
দোয়া মাহফিল বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আখতারুজ্জামান, আদাবর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত