কোটা আন্দোলনের সময় নাশকতার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানার মামলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ দিন মঞ্জুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম।
অন্যদিকে, তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসের এক আত্মীয়ের বাসা থেকে মঞ্জুকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রতিদিন/শআ