কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেছেন, গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো বেশির ভাগ আসামি ফিরে এলেও ৫০০ জনের মতো আসামি এখনো পলাতক রয়েছেন। এ ছাড়া লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি।
বুধবার বিকেলে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কারা মহাপরিদর্শক জানান, সারাদেশে নতুন কারাগার নির্মাণে যেসব ঠিকাদার অপারগ হবেন, নিয়ম অনুযায়ী তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া কারাগারে বন্দিদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বাড়ানোর প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া আছে।
কারাগার পরিদর্শন শেষে একটি সভায় অংশ নেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই