লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে আগ্রহীদের মধ্যে অনেকে দূতাবাসে ফরম পূরণ করে জমা দিয়েছেন। রোববার তাদের দূতাবাসের অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্রে যোগাযোগ করতে বলেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
শনিবার রাতে এক জরুরি বার্তায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী ব্যক্তিদের মধ্যে যারা দূতাবাস ফরম পূরণ করে জমা দিয়েছেন, যাদের মেয়াদসহ পাসপোর্ট ও আকামা রয়েছে, অর্থাৎ যারা নিয়মিত কর্মী হিসেবে লেবাননে কর্মরত, তাদের রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে দূতাবাসের অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
দেশে ফেরত যেতে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে যা যা সঙ্গে আনতে হবে তা হলো:
ক) মূল পাসপোর্ট ও এক কপি ফটোকপি।
খ) মূল আকামা ও এক কপি ফটোকপি ।
জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক নম্বর-৭১২১৭১৩৯, হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭ এ যোগাযোগ করাতে অনুরোধ করেছে দূতাবাস।
বিডি প্রতিদিন/কেএ