নোভাক জকোভিচ; কোনো সন্দেহ নেই সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা। ক্যারিয়ারে ২৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। সার্বিয়ান এই টেনিস তারকা গত দেড় দশক ধরে নানান ক্যাটাগরির টেনিসে খেলোয়াড়দের বিপক্ষে খেলেছেন। তিনি খেলেছেন রজার ফেদেরার, রাফায়েল নাদালের সঙ্গে। এখন তার মূল প্রতিপক্ষ স্পেনের কার্লোস আলকারাজ। কিছুদিন আগে আলকারাজ ফ্রেঞ্চ ওপেনে জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। দুই টেনিস তারকা ফের মুখোমুখি হচ্ছেন। এবার মুখোমুখি হবেন প্যারিস অলিম্পিকের ফাইনালে। দুজনেই ক্যারিয়ারের প্রথম সোনা জয়ের টার্গেটে নামছেন। সার্বিয়ান তারকার ঝুলিতে এতগুলো গ্র্যান্ডস্লাম থাকলেও অলিম্পিক সোনা জেতা হয়নি। জকোভিচ ফাইনালে উঠতে সেমিফাইনালে ইতালির লরেনৎসো মুসেত্তিকে ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন।
আলকারাজ ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন ফ্রান্সের ফেলিক্স অরিয়ালিয়াসিমকে।