১২ মে, ২০২২ ১৩:৫২

‌কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

‌কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ: হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বর্তমান সরকার কৃষকের ঘরে ঘরে সার বীজ পৌঁছে দিচ্ছে। এখন দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রেখেই আবাদ করা হচ্ছে। যেন কোনো মানুষ খাদ্যের জন্য কষ্ট না করে। কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ। কৃষি ও কৃষকদের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকদের ভাগ্য পরিবর্তন হয়েছে। দেশে খাদ্যের অভাব নেই। মাথাপিছু আয় বেড়েছে। মানুষ শান্তিতে আছে।’

বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষির যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি মুল্যে) ২য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ৬জন কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
  
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। কৃষকরা এখন এই ব্যাংক সেবা গ্রহণ করছেন। কৃষকরা এখন কৃষিকাজের জন্য সুদমুক্ত ও স্বল্প সুদে ঋণ পাচ্ছেন। ফলে প্রান্তিক কৃষকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে।’ 

দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎস্না, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার সুরভী আকতার প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর