শিরোনাম
২৫ জানুয়ারি, ২০২৩ ১৩:৫৬

লাকসামে ‘হিমালিয়ান’ প্রজাতির শকুন উদ্ধার

ফারুক আল শারাহ, লাকসাম

লাকসামে ‘হিমালিয়ান’ প্রজাতির শকুন উদ্ধার

কুমিল্লার লাকসামে বিরল ‘হিমালিয়ান’ প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের গ্যাস অফিস সংলগ্ন পুকুর থেকে শকুনটি উদ্ধার করা হয়। লাকসাম বন বিভাগের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বর্তমানে শুকুন বিলুপ্তপ্রায় হলেও লাকসাম পৌরশহরের গ্যাস অফিস সংলগ্ন পুকুরে একটি শকুন আকস্মিক পড়ে যায়। কয়েকজন তরুণ পুকুর থেকে শকুনটি উদ্ধারের পর থানায় নিয়ে গেলে পুলিশ বনবিভাগের সাথে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে লাকসাম বনবিভাগের অস্থায়ী কার্যালয়ে নিয়ে দায়িত্বশীলদের হাতে স্থানান্তর করা হয়।  

এদিকে, খবর পেয়ে বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম রকিবুল হাসান শকুনটি পরীক্ষা করে খাবার না পেয়ে দুর্বল হয়ে পড়েছে বলে জানান।

তিনি বলেন, উদ্ধারকৃত শকুনটি ‘হিমালিয়ান’ প্রজাতির। খাবার গ্রহণের পর শকুনটি পুরোপুুরি সুস্থ হয়ে ওঠবে বলে তিনি জানান।

লাকসাম বন বিভাগের দায়িত্বশীল গার্ডেনার আবদুল্লাহ আল নাহিয়ান জানান, উদ্ধারকৃত শকুনটি কোটবাড়ি বন এলাকায় অবমুক্ত করা হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর