জয়পুরহাটে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘পলিনেট হাউস’ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে বিষমুক্ত ও কীটনাশক ছাড়াই সারা বছর নানা ধরনের ফসল উৎপাদন করতে পারছেন কৃষকরা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া গ্রামের এমনই একটি প্রকল্প আলোর মুখ দেখতে শুরু করেছে। এ চাষ পদ্ধতি কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সবজি চাষের জন্য দেশের অন্যতম উপযোগী জয়পুরহাট জেলার মাটি। প্রতি বছর এ জেলায় হাজার হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাক-সবজি-ফলমুল আবাদ করেন কৃষকরা। তবে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখ থেকে বাদ যায়নি কৃষিখাতও। এদিকে কৃষিকে বাঁচাতে নতুন নতুন গবেষণা শুরু করেছে সরকারের কৃষিবিভাগ। এরই একটি অংশ ‘পলিনেট হাউস’। এর মাধ্যমে শীতকালীন সবজি যেমন গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে, তেমনি গ্রীষ্মকালের সবজিও শীতে উৎপাদন করা যাবে। যে কোনো আবহাওয়া এতে খারাপ প্রভাব ফেলবে না। হাতের মুঠোয় নতুন এ প্রযুক্তি চলে আসায় কৃষককে কোনো বেগ পেতে হবে না। প্রযুক্তির মাধ্যমে ভারী বৃৃষ্টি, তীব্র দাবদাহ, পোকা-মাকড়, ভাইরাসজনিত রোগের মতো প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদ থাকবে সবজি। দিতে হবে না কোনো কীটনাশক। পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া গ্রামের ইয়াহিয়া মন্ডল বাবু কৃষিবিভাগের সহযোগিতায় পলিনেট হাউস নির্মাণ করেছেন। এতে চাষ হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, ব্রোকলি, স্কোয়াশ, স্ট্রবেরি, মেলন, শসা, ফুলকপি, বাঁধাকপি, ব্রাসেসলস, লেটুসসহ বিভিন্ন শাক-সবজি। এ জমির চারপাশ নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যাতে কোনো পোকা-মাকড় ঢুকতে না পারে। এতে উন্নতমানের পলিওয়ালপেপার ব্যবহার করা হয়েছে। লোহার অ্যাঙ্গেলের ওপর পলিপেপার দিয়ে শেডে এ পলিনেট হাউস নির্মাণ করা হয়েছে। রয়েছে পানি সেচ দেওয়ার আধুনিক প্রযুক্তি। কোনো সার-কীটনাশক দিতে হয় না। চারদিকে ঘিরে দেওয়ায় পোকামাকড়ও ঢুকতে পারে না। নিরাপদভাবে এ পদ্ধতিতে উচ্চমূল্যের সবজি চাষ করে লাভবান হওয়ার আশা করছি। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান বলেন, কৃষির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে নিত্য নতুন গবেষণা করছে কৃষিবিভাগ। পলিনেট হাউসের মাধ্যমে শীতকালের সবজি গ্রীষ্মকালে এবং গ্রীষ্মকালের সবজিও শীতকালে সহজে চাষ করা যায়। এ পদ্ধতিতে প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদ উপায়ে সবজি চাষ করা সম্ভব।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
পলিনেট হাউসে সবজি চাষ
কীটনাশক ছাড়াই সারা বছর ফসল উৎপাদন
জয়পুরহাট প্রতিনিধি
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর