বগুড়া, নওগাঁসহ বিভিন্ন স্থানে আমন চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন। নতুন ধানের গন্ধে ভরে উঠেছে উঠান। নতুন ধান কাটা আর সেই ধানে প্রথম খাবার খাওয়া অন্যরকম আনন্দ। নতুন চালের তৈরি পায়েশ-পোলাও, পিঠা-পুলিসহ রকমারি খাদ্য পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানাটাও আনন্দের। পাশাপাশি পালন করা হয় সামাজিক নানা আচার-অনুষ্ঠান। কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৮৩ হাজার ৫১০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যা থেকে ৯ লাখ টন ধান পাওয়ার আশা করা হচ্ছে। ধানকাটার উৎসব চলছে। শ্রমিকরা দলবেঁধে ধান কেটে মাড়াই করছেন। শহরের চারমাথা, তিনমাথা, মাটিডালী, মহাস্থান এবং রেলওয়ে স্টেশনে ধান কাটার শ্রমিকদের দেখা গেছে। তারা উত্তরের বিভিন্ন জেলা থেকে এসেছেন। গাবতলীর চাষি আমিনুর রহমান জানান, সারের কোনো সমস্যা ছিল না। চাষি আল মামুন জানান, এবার শ্রমিকের মূল্য বেশি। এক বিঘা ধান কাটতে শ্রমিকের জন্য খরচ হচ্ছে প্রায় ৬ হাজার টাকা। নন্দীগ্রামের চাষি আইয়ুব হোসেন জানান, বাজারে ধানের মণ ১১০০-১২০০ টাকা বিক্রি হচ্ছে। ১০ থেকে ১২ হাজার টাকা খরচে বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ ধান পাওয়া যায়। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মতলুবর রহমান জানান, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়। এ থেকে ৬ লাখ মেট্রিক টন চাল উৎপাদন ধরা হলেও ফলন বেড়ে যাওয়ার আশা করা হচ্ছে। এদিকে নওগাঁয় চলতি মৌসুমে ১ লাখ ৯৬ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। যা থেকে ৯ লাখ ৭ হাজার ৫২৫ মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। নওগাঁ সদরের চাষি ইব্রাহিম হোসেন বলেন, এ বছর ধানের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় ধান উৎপাদনে খরচ পড়েছে ১০-১২ হাজার টাকা। ধান কাটার পর অন্য ফসল উৎপাদনে বাড়তি তেমন খরচ হয় না। আবহাওয়া ভালো থাকায় এখন সুন্দরভাবে ফসল ঘরে তোলা যাচ্ছে। কৃষক এনামুল হক বলেন, আপৎকালীন ফসল হিসেবে আমন ধান আবাদ করা হয়। ধান কেটে আলু বা সরিষা চাষ করা হবে। আমন ধান বিক্রি করে সেই টাকা দিয়ে এসব ফসল আবাদ করা হবে। এতে পকেট থেকে বাড়তি টাকা খরচ হবে না। নওগাঁ সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম বলেন, ধানে পোকার আক্রমণ হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাঘাত হবে না।
শিরোনাম
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
নতুন ধানের গন্ধে মাতোয়ারা
আবদুর রহমান টুলু, বগুড়া ও বাবুল আখতার রানা, নওগাঁ
অনলাইন ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর