অনুকূল আবহাওয়া, সময়মতো বীজ ও সার পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে এবার আমন ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এমন সম্ভাবনার কথা বলে জানিয়েছেন স্থানীয় কৃষি অধিদফতরের কর্মকর্তারা। আর স্থানীয় কৃষি অধিদপ্তরের সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেও এবার আমনের বাম্পার ফলনে খুশি কৃষকরা।
এলাকাবাসী, কৃষক-শ্রমিক ও উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে প্রায় ৪ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করেন কৃষকেরা। এর মধ্যে উপজেলা উত্তরাঞ্চলের চাপাইর ও ফলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে সবচেয়ে বেশি আমন ধান রোপণ করা হয়েছে। এবার ১৭ হাজার ৪৬৫ মেট্রিক টন চাউল উৎপাদন আশা করছে স্থানীয় কৃষি অধিদফতর। বিগত কয়েক বছরে এমন ফলন হয়নি।
এদিকে,স্থানীয় কৃষকদের অভিযোগ, কৃষি অধিদফতর তাদের তেমন কোনো সহযোগিতা করেনি। সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেও আমনের বাম্পার ফলনে খুশি কৃষকেরা।
কৃষকদের দুঃখ-কষ্ট আর ক্ষোভ আড়াল করেছে মাঠজুড়ে পাকা ধান আর মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। আমন ধান কেটে বাড়ির আঙিনায় আনার কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে প্রায় ৩৪ থেকে ৪০ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। এভাবে ধান কেটে মাড়াই শেষে রোদে শুকিয়ে গোলায় তুলবেন কৃষকরা। আর কয়েক সপ্তাহের মধ্যেই কাটা ও মাড়াই শেষে ধান গোলায় উঠানোর পর কৃষকদের ঘরে ঘরে শুরু হবে বাঙালির ঐতিহ্য চিরচেনা নবান্নের উৎসব।
উপজেলার ডুলিগড়া এলাকার কৃষাণী স্বরসতী রানী বলেন, ইতিমধ্যে আমন ধান কাটা শুরু হয়ে গেছে। ধান কেটে রোদে শুকিয়ে ধান গোলায় তোলা হচ্ছে।
কৃষক শ্রী রবিন্দ্র বলেন, এবার আমি চার বিঘা জমিতে আমন চাষ করেছি। আবহাওয়া ভাল থাকায়, সময় মতো বীজ ও সার পাওয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
রাজু নামের আরেক কৃষক বলেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই কাটা ও মাড়াই শেষে ধান গোলায় উঠানোর পর কৃষকদের ঘরে ঘরে শুরু হবে নবান্ন উৎসব। তবে কৃষি অধিদফতরের সহযোগিতা পেলে আরও ধানের ফলন ভাল হতো।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চলতি মৌসুমে এখানে চার হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এ বছর ফলন ভালো হয়েছে। ফলে প্রায় ১৭ হাজার ৪৬৫ মেট্রিক টন চাউল উৎপাদন আশা করা হচ্ছে।
কৃষকদের অভিযোগের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কৃষকদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে। তারা যদি যোগাযোগ না করে তাহলে আমরা কিভাবে সহযোগিতা করবো? আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই সহযোগিতা করা হবে।
বিডি প্রতিদিন/নাজিম