ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রতিদিনের ১০ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার বিকালে ফেনীর ডক্টরস ক্লাব মিলয়নাতনে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষের মিলন মেলায় পরিণত হয়।
ফেনী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারার সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের ফেনী প্রতিনিধি জমির বেগ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা সিভিল সার্জন ডা: হাসান শাহরিয়ার কবির। এতে আরো বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরু, আবু তাহের, আবু তাহের ভূঞা, ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি আরিফুল আমীন রিজভী, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রাসেল, ফেনী রিপেটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন।
বক্তারা বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয় ও মিষ্টি মুখ করার পর অনুষ্ঠানটির শেষ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন