একুশে পদকপ্রাপ্ত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুরের গংগাচড়ায় বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া শাখার আয়োজনে এহইয়া উলউলুম মাদ্রাসা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শুভসংঘের সভাপতি রায়হান কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালের কণ্ঠের গংগাচড়া প্রতিনিধি, গংগাচড়া প্রেস ক্লাবের সভাপতি সাজু মিয়া লাল ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা সাংবাদিক আব্দুল বারী স্বপন।
তিনি বলেন, মোনাজাত উদ্দিনের চিরবিদায়ের সঙ্গে প্রশ্ন থেকে যায়... সত্যি কী পা পিছলে পড়েছিলেন, নাকি কোনো ষড়যন্ত্রে চলে যান না ফেরার দেশে। দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন।
গংগাচড়া প্রেস ক্লাব সভাপতি সাজু মিয়া লাল বলেন, চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন রংপুরের প্রথম একুশে পদকপ্রাপ্ত, দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি আমাদের গংগাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের কৃতি সন্তান। তিনি সরেজমিন প্রতিবেদনের তথ্য সংগ্রহের জন্য গাইবান্ধায় ছুটে গিয়েছিলেন। সেখানে ফুলছড়ি উপজেলার যমুনা নদীতে কালাসোনার ড্রেজিং পয়েন্ট থেকে ফেরিযোগে পারাপারের সময় পা পিছলে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
উপজেলা শুভসংঘের সভাপতি রায়হান কবির বলেন, সাংবাদিকতার দিকপাল মোনাজাত উদ্দিন সারা দেশের চারণ সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তার আত্মার মাগফেরাত কামনায় বসুন্ধরা শুভসংঘের আজকের এ আয়োজন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। তিনি বলেন, শুধু রংপুর অঞ্চলেই নয়, সারা দেশের সাংবাদিকরা মোনাজাত উদ্দিনকে সাংবাদিকতার স্পিড হিসেবে নিয়েছেন। আমি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই তারা তাকে স্মরণ করে এ মৃত্যুবার্ষিকী পালন করছে। এছাড়া, শুভসংঘ তরুণ সমাজকে কাজে লাগিয়ে সামাজিক কর্মকাণ্ডগুলো করছে। এতে দেশের সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।
এ সময় নিউজ ২৪ এর গংগাচড়া প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি সুজন আহম্মেদ, সাংবাদিক রুহুল ইসলাম রয়েল, মাহফুজার, বাবুল, কালের কণ্ঠের ফটো সাংবাদিক আসাদুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলপনা রিতু, সদস্য আবুল কালাম আজাদ, সায়মা আক্তার সীমা, নাসিম মিয়া, তানজিম তুষার, রাসেল, রতন, লিমনসহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ