বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা শাখার নতুন কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ, স্থানীয় সাংবাদিক রবিউল ইসলাম, সাজু চৌধুরী, এস মোস্তাকিন, মাসুদ বাবু, বসুন্ধরা শুভসংঘ হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মিনহাজ হাসান মিনয়, সাধারণ সম্পাদক হিমিকা শামীম আর্নিকা, সহ সভাপতি লিমন হোসেন লাজু, সহ-সভাপতি শরিফুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক জয়দেব বর্মন জয়ন্ত, সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন পারভেজ, প্রচার সম্পাদক সাজিদুল ইসলাম সিয়াম, ক্রিয়া সম্পাদক ব্রজেন রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম সরকার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হৃদয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, কার্যকারী সদস্য, রবিউল ইসলাম রবি, সাজু চৌধুরী, মাসুদ বাবু, সিদরাতুল মোত্তাকিন, রুহানি, সৈকত, রাদিত, লিয়াত, আলিমুল, জাহিদ বাবু ও আলামিন।
সভায় উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি মিনহাজ হাসান মিনয় বলেন, "আমাদের সদস্যদের পারস্পরিক বন্ধন ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্যদের সাথে এ সভার আয়োজন করা হয়।"
উপজেলা শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক হিমিকা শামীম আর্নিকা বলেন, "সকলের মতামতের ভিত্তিতে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। এরপর সে অনুযায়ী কাজ করা হবে।"
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন