বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নওগাঁতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘নওগাঁয় পর্যটন ভাবনা ও প্রত্যাশা' শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক মোল্লা রহুল আমীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক কালের কণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ফরিদুল করিম। মূল বক্তব্য উপস্থাপন করেন নওগাঁর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়েশ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন বাচিক শিল্পী রিফাত হোসেন সবুজ।
আলোচনায় অংশগ্রহণ করেন কৃষি উদ্যোক্তা আতিকুর রহমান, সমাজসেবক সুলতান সালেহ আহমেদ সুহাস, শিক্ষক শোকরানা মো. নূরুল ইসলাম, তাকবির করিম তরফদার, আল আমীন, সবুজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সহযোগিতায় ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আক্তার এবং বসুন্ধরা শুভসংঘের নওগাঁ জেলা কমিটির বন্ধুরা।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা নিজস্ব মতামত তুলে ধরেন। তারা বলেন, নওগাঁ একটি ইতিহাস ও ঐতিহ্যের জেলা। এই জেলায় আছে বিশ্ব ঐতিহ্যের পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর বিহার), জগদ্দল মহাবিহার, জাতীয় উদ্যান আলতাদীঘি-শালবন, কুসুম্বা মসজিদ, দিবর দীঘি, জবই বিলসহ প্রায় ২৭টি দর্শনীয় স্থান। এই স্থানগুলোকে যদি পর্যটনের সার্বিক সুবিধায় আনা যায়, তাহলে সেখানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, একই সঙ্গে সরকারের রাজস্ব আসবে।
তারা আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষা, সংস্কৃতি, সচেতনতা তৈরি, সমাজসেবাসহ বহুমুখী মানবিক কাজে দেশব্যাপী অনন্য ভূমিকা রাখছে। তারা বসুন্ধরা কর্তৃপক্ষকে নওগাঁবাসী তথা নওগাঁ জেলার অবহেলিত জনপদগুলোতে তাদের সহযোগিতার হাত আরও প্রসারিত করার আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল