নতুন বছরের নতুন বই হাতে পেল রংপুর জেলা গংগাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের বসুন্ধরা শুভসংঘের স্কুলের শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে তারা আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন ।
বৃহস্পতিবার বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক শাহরিয়া সাগর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা জেসমিন বেগম, রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের শাখার সাধারণ সম্পাদক তানজিম হোসেন, বসুন্ধরা শুভসংঘের স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।
নতুন বই হাতে পেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া বলেন, নতুন বই পেয়ে খুব আনন্দ লাগছে। বসুন্ধরা শুভসংঘ স্কুল না থাকলে আমার লেখাপড়া করা হতো না।
উল্লেখ্য, রংপুর জেলা গংগাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের চর চল্লিশসালের বসুন্ধরা শুভসংঘ স্কুলে প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে মোট ৪০ জন ছাত্রছাত্রী লেখাপড়া করছে।