পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের নারায়ণপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী বাবু প্রামাণিকের (৪৩) পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ।
বুধবার (১২ মার্চ) বিকালে বাবুর ছোট মুদিদোকানে চায়ের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
এসময় বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা রোভার স্কাউটের সাধারণ আলী আকবর রাজু, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, মাল্টিমিডিয়া প্রতিনিধি রাজিব জোয়ার্দার, বসুন্ধরা শুভসংঘের সুজানগর উপজেলা কমিটির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ছাড়াও স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান রব, মিঠুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রশিক্ষণসহ তার স্ত্রীকে সেলাই মেশিন দেওয়া হয়।
জানা যায়, ১২ বছর বয়সে হঠাৎ করেই বাবুর দুই পা বিকলাঙ্গ হয়ে যায়। তার বড় ভাই আবদুল গাফুরও একই প্রতিবন্ধী। বাড়ির সাথেই ছোট একটি মুদিদোকান বাবুর। মুদিদোকান ও স্ত্রীর সেলাই মেশিনের সামান্য আয়ে চলে বাবুর সংসার। কখনো তার স্ত্রী, কখনো ছেলে কোলে করে বাবুকে দোকানে দিয়ে যায়। দোকানে বসে তিনি সারাদিন প্রতিক্ষায় থাকেন খরিদ্দারের আশায়। অভাব-অনটন লেগেই থাকে বাবুর পরিবারে। এর মধ্যে তার ছেলে শিশির প্রামাণিক (১৭) এবার মথুরাপুর হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দেবে।
বসুন্ধরা শুভসংঘের মালামাল পেয়ে বাবু বলেন, ‘আমি খুব খুশি হইছি। এর আগেও বসুন্ধরা গ্রুপ আমার স্ত্রীকে সেলাই মেশিন দিয়েছিল। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার জন্য দোয়া করি যেন সব সময় আমাদের মতো অসহায় মানুষের পাশে থাকতে পারেন।’
বিডি প্রতিদিন/নাজিম