শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পথনাটক ‘আত্মকথন’ মঞ্চায়িত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে খোরশেদ আল আমিন তুহিনের রচনায় ও মো. ইউসুফ হোসাইনের পুনঃনির্দেশনায় এই প্রতিবাদী পথনাটক মঞ্চায়ন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের পাঁচ দিনব্যাপী সন্ত্রাসবিরোধী কর্মসূচির শেষ দিনে নাট্য সংগঠন থিয়েটার সাস্টের পরিবেশনায় ‘আত্মকথন’ নাটকে নারী নির্যাতন, জঙ্গীবাদসহ সাম্প্রতিককালে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা উঠে আসে।
উল্লেখ্য, গত শনিবার (৩রা মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা হয়।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৮/হিমেল