চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আব্দুর রব হলের পিছনের দুইটি সবুজ পাহাড়ে তিনদিন ধরে জ্বলছে আগুন। তবে গত শুক্রবার পাহাড় দু'টির দশটি পয়েন্টে আগুন জ্বললেও এ ব্যাপারে কিছুই জানে না চবি কর্তৃপক্ষ।
শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, আগুন নেভাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের অঘটন ঘটতে পারে। তখন নষ্ট হবে জীববৈচিত্র।
চবি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতের দিকে পাহাড়ে আগুন দেখে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার বিষয়টি অবহিত করেন। কিন্তু এতে চবি কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি।
এদিকে কে বা কারা আগুন দিয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে এলাকাবাসীদের কয়েকজন চবির পাহাড়ে আদা চাষ করার জন্য জমি ঠিক করতে এ আগুন লাগিয়েছে।
চবির স্টেট শাখার পরিচালক প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন বলেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিষয়টি এখনো আমা জানি না। নিরাপত্তা দপ্তরকে বলে ব্যবস্থা নিচ্ছি।’
বিডি প্রতিদিন/এ মজুমদার