মাসব্যাপী অগ্নিঝরা মার্চ উদযাপনের অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘চিত্রে বাংলাদেশ: স্বাধিকার থেকে ডিজিটাল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাষ্কর্যের সম্মুখে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর আয়োজন করে।
উদ্বোধন শেষে উপাচার্য সংক্ষিপ্ত বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি অফিসারদের এ ধরনের মহতী ও গঠনমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, প্রদর্শিত চিত্রে ১৯৪৭ থেকে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী আজকের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরা হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দিনবদলের স্লোগান নিয়ে একটি উন্নত ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় সারাদেশে যেসব উন্নয়ন কর্মকাণ্ড চলছে তাও আলোকচিত্রে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
পরে তিনি নোবিপ্রবি গোলচত্ত্বর জুড়ে স্থাপিত আলোকচিত্রের স্লাইডগুলো ঘুরে দেখেন। আলোকচিত্রে ১৩ ক্যাটাগরিতে ৭৬টি স্লাইডের মাধ্যমে স্বাধিকার থেকে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ৭ই মার্চ, ১৯৭২-১৯৭৪ সালের রাজনৈতিক পটভূমি, পঁচাত্তরের ১৫ আগস্ট, ২১ আগস্ট, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন, বঙ্গবন্ধুকে নিয়ে নানা প্রকাশনার চিত্র, বর্তমান দেশরত্ন শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রম ও সর্বশেষ রোহিঙ্গা ইস্যু স্থান পায়। পরিদর্শন শেষে তিনি অফিসার্স এসোসিয়েশনকে এমন একটি অসাধারণ প্রদর্শনী আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক ইফতেখার হোসাইন। বক্তব্য রাখেন সভাপতি ডাঃ মো: মোখলেস-উজ-জামান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক, এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী মো: আবদুল্লাহ হিল ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহমান, কোষাধ্যক্ষ নার্গিস আক্তার হেলালী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুর রহমান, মহিলা সম্পাদিকা, জিনাত আরা চৌধুরী, সদস্য মো. জিয়াউর রহমান ভূঁইয়া, ইবনে ওয়াজিদ ইসলাম ইমনসহ শাখা ও দপ্তর প্রধানবৃন্দ, অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ১১ মার্চ, ২০১৮/ ই জাহান