দীর্ঘ ২১ বছর পর মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজের ছাত্র-ছাত্রী সংসদ নির্বাচন শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে এ নির্বাচন শুরু হয়।
নির্বাচনে ছাত্রলীগ মনোনীত একটি ও ছাতদলের দুটি প্যানেল অংশ নিয়েছে। তবে ভোট শুরু হওয়ার পর ছাত্রদলের একটি প্যানেলের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন-শৃংঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন।
জানা গেছে, ১৯৯৭ সালের পর থেকে বিভিন্ন কারণে সরকারি বরহামগঞ্জ কলেজের ছাত্র-ছাত্রী সংসদ নির্বাচন বন্ধ ছিল। এবার কলেজ কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন নির্বাচনের উদ্যোগ নেয়। এতে ছাত্রলীগ মনোনীত সায়েখ মিয়া-মিজানুর রহমান-তাইবা ইসলাম একটি প্যানেল প্রার্থী হয়। অপর দিকে বিএনপি নেতা জামান কামাল নুরুদ্দিন মোল্লা সমর্থিত ছাত্রদলের একাংশের এনামুল-নাইমুর-শাকিল পরিষদ ও এবং বিএনপির ইয়াজ্জেম হোসেন মোল্লা রোমান সমর্থিত ছাত্রদলের বেলায়েত-মিজান নামে দুটি প্যানেলে প্রার্থী দেয়।
নির্বাচনে নুরুদ্দিন মোল্লা সমর্থিত ছাত্রদলে সাথে ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারনা করছে ভোটাররা। নির্বাচনে ৩ হাজার ৫৭৬ জন ভোটার ১৯ পদে ভোট দিচ্ছেন। তিন প্যানেলে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তবে এর মধ্যে দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সকাল ৮টা থেকে বিরতিহীন দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এদিকে এত দিন পর ভোট দিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। ইয়াজ্জেম হোসেন রোমান সমর্থিত ছাত্রদলের প্যানেল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পদক ওহিদুজ্জান খান।
সব ধরণে প্রস্তুতির কথা জানিয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম ইমরান আহম্মেদ জানান, উপজেলা ও আইন-শৃংঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। যে কোন ধরণে অরাজকতা মোকাবেলা করতে পারবো।
নির্বাচন কমিশনার নারায়ণ চন্দ্র বলেন, ছাত্র-ছাত্রীদের সাথে দীর্ঘ দিন আপাল আলোচনার মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। আশা রাখি, এই নির্বাচনের মধ্যে দিয়ে আগামীতে দেশ গড়ার জন্যে যোগ্য নেতৃত্ব গঠন করা হবে।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৮/হিমেল