রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে আলোকচিত্র প্রদর্শনী করেছে ছাত্র ইউনিয়ন। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফোকলোর বিভাগের সহকারি অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক।
আমিরুল ইসলাম বলেন, রাকসুর নথিপত্রগুলো বিচ্ছিন্নভাবে রয়েছে। এগুলোকে একত্র করে রাকসু ভবনের কোনো একটা কক্ষে রাখা গেলে শিক্ষার্থীরা রাকসুর ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে রাকসুর বিভিন্ন নথিপত্র সংরক্ষণের দাবি জানান।
ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ. এম শাকিল হোসেন বলেন, ২৮ বছর যাবত রাকসু নির্বাচন হয়নি। যার কারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে। রাকসু নির্বাচন না থাকায় ক্ষমতাসীনরা হলের সিট বাণিজ্য, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতে দ্বিধা করছে না। এতে করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সকল সমস্যা সমাধানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার দাবি সবসময় জানায় ছাত্র ইউনিয়ন।
আলোকচিত্র প্রদর্শীর উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, এই প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে রাকসু নির্বাচনের গুরুত্ব তুলে ধরবে এবং তারা নিজেদের অধিকার সম্পর্কে জানবে।
প্রদশর্নী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিঠুন চন্দ্র মহন্তসহ ছাত্র ইউনিয়নের সদস্যরা।
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ফারজানা