চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মীর হোসেন মিরাজের মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেলের বিরুদ্ধে। আজ সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরীকে মোবাইল কেড়ে নেয়ার বিষয়টি মৌখিক ভাবে অবহিত করেন।
জানা যায়, রসায়ন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ভুক্তভোগী সাবেক ছাত্রলীগ নেতা মীর হোসেন মিরাজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'সার্টিফিকেট তুলতে গত ৯ ই মার্চ ক্যাম্পাসে গিয়েছিলাম। রাতে শাহ আমানত হলে অবস্থানকালে রাত ২ টার দিকে রেজাউল হক রুবেল কল করে তার রুমে যেতে বলে। সেখানে গেলে হেমায়েত হোসেন হিমু ও সঞ্চয় চক্রবর্তী নামে দু'জন তার মোবাইল কেড়ে নেয়। এসময় ভালো থাকতে চাইলে চট্টগ্রাম ছেড়ে যাবার হুমকি ও প্রদান করে তারা।'
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘আমরা এখানো লিখিত অভিযোগ পাইনি। তবে, মৌখিক অভিযোগ পেয়েছি।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেল বলেন, এ অভিযোগ অসত্য। কেউ যদি এ রকম ঘটনা ঘটিয়ে থাকে তাহলে আমি ব্যবস্থা নিব।’
বিডি প্রতিদিন/এ মজুমদার