জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদকে পদ থেকে অব্যহতি প্রদানের দাবিতে কক্ষে তালা দিয়ে বিক্ষোভ ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বেলা ১২টার দিকে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যন ড. আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও অদক্ষতার অভিযোগ এনে তার অপসারনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন বিভাগের শিক্ষকরা।
অন্যদিকে, শিক্ষক-শিক্ষার্থীদের অন্য একটি গ্রুপ চেয়ারম্যানের কক্ষে তালা দিয়ে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দাবি করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকলে তারা ভিসি ভবনের সামনে এসে বিক্ষোভ চালিয়ে যান। পরবর্তীতে জবি ছাত্রলীগের নেতারা এসে চেয়ারম্যানের কক্ষের তালা খুলে ড. আবুল কালাম আজাদকে বের করে আনেন।
এ ব্যাপারে জানতে চাইলে জবি উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, চেয়ারম্যান অপসারনের বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনেছি। শিক্ষকদের একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি বিবেচনা করে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার