জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে বসাকে কেন্দ্র করে বাসে অবস্থানরত শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করা এবং ঘটনা পর্যবেক্ষণে যাওয়া শিক্ষকদের সাথে খারাপ আচরণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
সোমবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এছাড়া ভর্তি জালিয়াতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে জবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিক বিন বারীকে সাংগঠনিক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
স্থায়ী বহিস্কারের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী মোঃ মাকসুদর রহমান শিহাবকে ছুরিকাঘাত করা, বাসে অবস্থানরত শিক্ষার্থীদের মারধর, শিক্ষকদের সাথে খারাপ আচরন এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি মারামারির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়ায় ফার্মেসি বিভাগের মোঃ আল ইকরাম অর্ণব শিক্ষাবর্ষ: ২০১৬-১৭)- নামে এক শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিক বিন বারীকে সংগঠন থেকে বহিস্কার করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র্রীয় নির্বাহী সংসদ।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রসঙ্গত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছয় জনকে আটক করে থানায় দেয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১২ মার্চ, ২০১৮/ ই জাহান