শিরোনাম
- গোপালগঞ্জে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
- নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- বাংলাদেশে গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের
- রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবরে শ্রদ্ধা
- বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত
- ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মোংলায় বিএনপির বিজয় র্যালি
- শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম : ফারুকী
- ‘জনতার আদালতে’ প্রকাশ্যে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর
- অভুক্ত ফিলিস্তিনিদের নিয়ে নতুন পরিকল্পনায় ইসরায়েলের
- গাজীপুরে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
- রাজধানীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার
- চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- জয়দেবপুর রেল জংশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন
- হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন
- দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
- গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল
- কুলাউড়ায় ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে সময়সীমা বেঁধে দিলেন এসপি
মোটরসাইকেলে মহড়া দিয়ে ক্যাফেটেরিয়া ভাঙচুর করেছে জাবি ছাত্রলীগ
জাবি প্রতিনিধি:
অনলাইন ভার্সন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাফেটেরিয়াতে ভাঙচুর চালিয়ে মার্কেটিং বিভাগের প্রোগ্রাম পন্ড করে দিয়েছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রোগ্রাম চলাকালীন সেখানে ভাঙচুর চালায় তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিভাগটির সহযোগী অধ্যাপক নিগার সুলতানা মাইক্রোযোগে অনুষ্ঠানে আসছিলেন। তার গাড়ির সাথে শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক রবীনের (রসায়ন-৪৩) মোটরসাইকেলে ধাক্কা লাগলে সে গাড়ির ড্রাইভারের সাথে ও নিগার সুলতানার সাথে বাকবিতন্ডা শুরু করে। এ সময় ক্যাফেটেরিয়ায় অবস্থানরত বিভাগটির শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে রবীনকে ধাওয়া দেয়। রবীন পালিয়ে গেলেও কিছুক্ষণ পর ৭-৮ টি মোটরসাইকেলে হর্ণ বাজিয়ে মহড়া দিতে দিতে একদল ছাত্রলীগ নেতা-কর্মীকে সাথে নিয়ে ক্যাফেটেরিয়াতে ফিরে আসে। তারপর আচমকা ক্যাফেটেরিয়ায় ভাঙচুর শুরু করে। অতর্কিত ভাঙচুরে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। রবীনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাফেটেরিয়ার বেশ কয়েকটি দরজা-জানালার কাঁচ ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, রবিনের সাথে ভাঙচুরে অংশগ্রহণকারী ছাত্রলীগের নেতা-কর্মীরা হলেন, দ্বীপ (দর্শন-৪৩), সহ-সম্পাদক আসিফ রিবন (পদার্থ বিজ্ঞান-৪৪), সুপ (পরিসংখ্যান-৪৫), সাইফুল (আন্তর্জাতিক সম্পর্ক-৪২), রাকিব (আন্তর্জাতিক সম্পর্ক-৪৩)। অভিযুক্তরা সবাই ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার অনুসারী।
এ বিষয়ে জুয়েল রানা বলেন, “যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বহিষ্কার করা প্রক্রিয়া চলছে।” অভিযুক্ত রবীন ও আসিফকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তারা ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক নিগার সুলতানা বলেন, “আমার ড্রাইভারের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তাই বলে তারা এমন নেক্কারজনক কর্মকাণ্ড ঘটিয়ে একটি অনুষ্ঠান ভঙ্গুর করবে আমরা ভাবতেই পারিনি।”
প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
এই বিভাগের আরও খবর