শোকাবহ পরিবেশের মধ্যে দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ কটকা ট্রাজেডি দিবস পালিত হয়েছে। ২০০৪ সালের এই দিনে সুন্দরবনের কটকায় সমুদ্রে ডুবে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন ও বুয়েটের ২ জনসহ মোট ১১ জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেন।
কটকা ট্রাজেডি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহ সাজে। সকালে কালোব্যাজ ধারণ, শোক র্যালি, কটকা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফায়েক-উজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ অংশ নেয়। পরে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, এতিমদের সাথে মধ্যাহ্ন ভোজ, শোক সভা ও প্রদীপ প্রজ্জ্বলন।
বিডি প্রতিদিন/এ মজুমদার