শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সাংস্কৃতিক কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ। আহত সাংস্কৃতিক কর্মী জুয়েল রানা নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটারের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। এ সময় প্রক্টর জহির উদ্দিন আহমেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বি বিল্ডিংয়ের টংয়ে দিক থিয়েটার কর্মী জাহিদের সাথে ছাত্রলীগ নেতা আলী হাসানের ধাক্কা লাগে। এতে আলী হাসান নাকে আঘাত পেলে জাহিদকে থাপ্পড় মারেন। এসময় নিজ সংগঠনের কর্মী জাহিদকে বাঁচাতে গিয়ে ছাত্রলীগ নেতা হাসানের সাথে কথা কাটাকাটি হয় জুয়েলের। এক পর্যায়ে থিয়েটার কর্মী জুয়েলকেও থাপ্পড় মারেন আলী হাসান। পরে প্রক্টর জহির উদ্দিন আহমেদকে ঘটনাটি অবহিত করে বের হলে জুয়েল রানার উপর হামলা চালান ছাত্রলীগ নেতা আলী হাসানের প্রায় ১০-১৫ জন অনুসারী। তবে মারধরের সময় আলী হাসান ঘটনাস্থলে ছিলেন না।
ছাত্রলীগ নেতা আলী হাসান বলেন, ঘটনাটি দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণে হয়েছে।
প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি শীঘ্রই প্রক্টরিয়াল বডির সামনে এনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৮/হিমেল